সমুদ্র

সমুদ্র

Spread the love

আমি সমুদ্রকে দেখেছি , যাতবার পেরেছি
আমি সমুদ্রের কাছে গিয়েছি, যতকাছে পেরেছি
তোমরা বলো এটা আটলান্টিক, আর ওটা আরব সাগর
এটা বঙ্গোপোসাগর তো ওটা সেল্টিক সাগর
আমি কোন বিভেদ পাইনা সাগরে
সব সাগরের জলই তো চোখের পানির মতন লোনা
তীরে দাঁড়ালেই তার শোঁ শোঁ শব্দ
আচ্ছা কেউ কি কখনো  খুজেছে
সাগরের  শোঁ শোঁ শব্দের মানে
খোঁজেনি কেউ খোঁজেনি
শুধু কষ্ট গুলোই জমা রেখে এসেছে
যখনই গিয়েছে , যত কষ্টই নিয়ে গিয়েছে
সব কষ্টই চোখের জলে মিশে বয়ে গিয়েছে সমুদ্রে
যেমনটা নদী এসে মিশে যায়
সমুদ্র কখনোই কাউকে ফেরায় না
সমুদ্র কখনোই কেউকে ফেরায়নি
কেউ বসে থাকে সৈকতের বালুতে
মাথার উপর তার আকাশগঙ্গা
অজস্র তারার ভীড়ে হয়তো কিছু তারা
তার একান্তই নিজের
তারও  ইচ্ছে করে সমুদ্রের বুক চিঁড়ে ছুটে যেতে
নাবিক সিন্দাবাদের মতন
তাকেও হয়তো পথ দেখাতো তারারা
যেমনটা দেখতো সিন্দাবাদ কে
তারাদের চেয়ে ভালো দিকনির্দেশক কি আর কেউ আছে
কখনো কি ছিলো ?


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *