আমি আকাশের কাছে জানতে চাইবো
আকাশ কি আমাকে চেনে
কত কত রাত আমি শুধু শূন্য চোখে
আকাশের দিকে চেয়ে ছিলাম
একবারের জন্যও কি আমাকে খেয়াল করেছিলো সে
আমার বুকের শূন্যতা কিংবা হাহাকার
কোনটাই কিন্তু আকাশের চেয়ে কম ছিলো না
আমি সমুদ্রের কাছে জানতে চাইবো
সমুদ্র কি আমাকে মনে রেখেছে ?
বছরের পর বছর আমি আমার চোখের সব জল
বন্ধক রেখেছি সমুদ্রের কাছে
সমুদ্র কি আমাকে আমার সবটুকু চোখের জল
সুদ সমেত ফিরিয়ে দিবে ?
পরিবেশবাদীরা আন্দোলন করবে, সমাবেশ করবে
কারন সাতটি মহাসাগরের লবনাক্ততা কমে যাবে
তারপর পাহাড়ের কাছে যাবো জানতে
হিমালয়ের বুক চিড়ে যতবার গিয়েছি
ফেলে এসেছি ছোট বড় মাঝারি অনেক স্মৃতি
শেষ বার যখন যাবো , হয়তো দেখবো
হিমালয় সেগুলো সযত্নে তুলে রেখেছে
কোন একটা পরিত্যাক্ত গুহাতে
যে গুহা ছেড়ে গেছে কোন সন্ন্যাসী বহু বছর আগে