এক পলকেই চলে গেল আহ কি যে তার মুখ খানা
রিক্সা কেন আস্তে চলে না……………………………
আজ আমার অন্যতম প্রিয় গায়ক সঞ্জীব চৌধুরীর অষ্টম মৃত্যুবার্ষিকী। সঞ্জীব চৌধুরীর সাথে আমার পরিচয় বায়স্কোপ গানটা দিয়ে। এত সুন্দর সুন্দর লিরকিসের গান অত্র বাংলার খুব কম গায়ক এর কাছে শুনেছি। চলতে চলতে নামক একটি গানে তিনি বিধাতার কাছে প্রার্থনা করেছেন যেন বিধাতা আখের রসে আরেকটুখানি মিষ্টি দেন। কি আজব একটা আবদার। এক কথায় অসাধারন। আমি তোমাকেই বলে দেব, রিক্সা কেন আস্তে চলে না, সমুদ্রসন্তান, নষ্ট শহর গানগুলো অমর হয়ে থাকবে অসাধারন সুন্দর লিরিক্স এর জন্য। সঞ্জীবদা বেঁচে থাকলে আরও কত সুন্দর সুন্দর গান পেতাম ভাবলেই অনেক কষ্ট লাগে। ভাল থেকো যেখানেই আছো।
ছোট্ট পাখি চাঁদের পরী কথা তোরি কাছে
একটি দুটি মানুষ কেন কষ্ট নিয়ে বাঁচে
একটি দুটি মানুষ হাসে চোখ ভরা কান্নায়
ব্যস্ত থাকে আকাশ ভরা বিশ্বটা আর নাই ……