যে তুমি তারার মত যে, তুমি মেঘের থেকে উঁচু
যে আমি ধুলোর মত, যে আমি তোমার থেকে নিচু
তুমিতো পরীর বেশে তুমি মায়ার বেশে নামো
আমি যে ছুটেই চলি তোমারই পিছু পিছু থামো…
দেখোতো বনের কাছে দেখোতো নদীর কাছে চলো
বানাবো কাঠের বাড়ি
আমাকে নেবে কি? তুমি বলো?
যে তুমি ঝিলের মত , যে তুমি নীলে মিশে যাওয়া
যে আমি নুড়ির মত, যে আমি তোমার জলে ধোয়া
তুমি তো শ্রাবন দিনে তুমি তো দুকুল ভাঙ্গা খেলো
আমি যে ভেসেই চলি তোমারি স্রোতেই শুধু বলো
দেখোতো বনের কাছে দেখোতো নদীর কাছে চলো
বানাবো কাঠের বাড়ি
আমাকে নেবে কি? তুমি বলো?
যে তুমি আগুনরাঙ্গা, যে তুমি মাতাল করা পলাশ
যে আমি অনেক দূরে, যে আমি হটাত ভেজা আকাশ
তুমি তো পাখির শীষে, তুমি তো হাওয়ায় মিশে এসো
আমি যে ছুটেই চলি তোমারি পিছে পিছে বসো
দেখোতো বনের কাছে দেখোতো নদীর কাছে চলো
বানাবো কাঠের বাড়ি
আমাকে নেবে কি? তুমি বলো?