আমার শহর কত কথা বলে রোজ দিনের বেলায়
ভোর হতে আরও অনেক দেরি এখন বোঝা দায়
আমার শহর কত কথা বলে রোজ দিনের বেলায়
আছে দেখবার স্বপ্ন যে যার সকাল হওয়ার আগে
আমি তাদের কথা ভাবি যারা রাত্রি জেগে থাকে
কেউ নতুন প্রেমে পড়বার আগে করছে আয়োজন
তার আজকে আর আসবেনা ঘুম যার ভাঙলো মন
আর আমার মত কিছু যারা এমনেই জেগে থাকে
যারা ঘুমিয়ে আছে তারাও নাকি প্রেমে পরেছিল আগে
এদের সবার জন্য থাকুক এই রাত্রির অভিমান
যার আসবেনা ঘুম ধরে নিয়ো এটা ঘুম পাড়ানির গান
এদের সবার জন্য থাকুক এই রাত্রির অভিমান
যার আসবেনা ঘুম ধরে নিয়ো এটা ঘুম পাড়ানির গান
ভোর হতে আরও অনেক দেরি ……
এই রাত্রির কাছে বন্ধক রেখে দিনের অভিনয়
এই রাত্রি জানে জমছে কতো বিপ্লব বিস্ময়
এই রাত্রির কাছে বন্ধক রেখো তোমার অভিনয়
এই রাত্রি জানে জমছে কতো বিপ্লব বিস্ময়
এই ঘুম না আসার ব্যালকনিতে কত গান গায়
আর নিঃশব্দের প্রশ্নের মুখে ভীষণ কান্না পায়
এই নিঝুম রাতের আদর এসে দুঃখ মুছে দেয়
ভোর হলে সব হয়ে যাবে ঠিক এইটুকু ভরসায়
আছে দেখবার স্বপ্ন যে যার সকাল হওয়ার আগে
আমি তাদের কথা ভাবি যারা রাত্রি জেগে থাকে
ভোর হতে আরও অনেক দেরি ……
ভোর হতে আরও অনেক দেরি ……