একদিন আমি ঠিকই সুখী হবো
বসন্তে গাছের পাতাদের মতন
সবুজে সবুজে ছেয়ে থাকা বনের স্নিগ্ধতা নিয়ে
বউ কথা কউ পাখির ডাক শুনে সম্বিৎ ফিরে পাবো
হেটে বেড়াবো মসৃণ বালুর সৈকতে
দ্বীপ থেকে দ্বীপে ঘুরে বেড়াবো
না কোন দামী জাহাজে না
কোন জেলের ছোট একটা নৌকায় চড়ে
পকেটে থাকবেনা কোন স্মার্টফোন
থাকবেনা বুর্জোয়াদের কোন ব্যাংকের ক্রেডিট কার্ড
মাঝ সমুদ্রে ঢুলু ঢুলু নৌকা ডুবে যাওয়ার উপক্রম হবে
কিন্তু খুব দক্ষতার সাথে মাঝি সামলে নিবে নৌকা
হয়তো কোন পিছুটান থাকবেনা
থাকবে কিছু সুখ আর দুঃখের স্মৃতি
কোন কিছুই হয়তো আমাকে আর ভাবাবে না
হয়তো প্যারিসের কোন দামি হোটেলের বাইরের ডাস্টবিনের পাশে অপেক্ষা করবো
রাতের ফেলে দেয়া খাবার থেকে কিছুটা নিয়ে নিবো
ট্রেন স্টেশনের বেঞ্চটাই হয়তো আমার খাট হবে
হয়তো কোন ট্যুরিস্টের কাছে থেকে চেয়ে নিবো একটা আধ খাওয়া সিগারেট
অতীতের কষ্টেরা তখন আর কাদাবেনা , হয়তো হাসাবে
যাই দেখবো দুই চোখ দিয়ে লুটে নিবো
কিন্তু সুখী আমি হবোই
পাহাড়ের চূড়োয় শুয়ে আকাশগঙ্গা দেখবোনা , তা কি হয় ?
মার্সিডিজ কিংবা অডির কোন গাড়ি নয়
একটা ছোট নৌকা থাকবে আমার
কোন জ্যোৎস্না রাতে শান্ত নদীতে নৌকায় শুয়ে তারা গুনবো
তুমি হয়তো তখন কোন আলো ঝিলমিল করা শপিং মলে স্বামীর হাত ধরে
আমি না হয় যাযাবরই থাকলাম
যে যার জায়গায় সুখী, হয়তো খানিকটা দুখী ও
যাযাবর যে আমি একদিন হবোই
তোমার ভালোবাসাও আমাকে আটকাতে পারবেনা
তুমিও জানো সেটা, তুমি হয়তো শেষ চেষ্টাও করবেনা
আমিও অমন কিছু আশা করবোনা
চলে যাওয়ার সময় আমি ফিরে তাকাবো না
চলে যাওয়ার সময় ফিরে তাকাতে নেই।