মেঘ পিওনের ব্যাগের ভেতর মন খারাপের দিস্তা ,
মন খারাপ হলে কুয়াশা হয় ব্যাকুল হলে তিস্তা ।
মন খারাপের খবর আসে বনপাহাড়ের দেশে ,
চৌকোণও সব বাক্সে
যেথায় যেমন থাক সে
মন খারাপের খবর পরে দারুণ ভালোবেসে ।
মেঘের ব্যাগের ভিতর ম্যাপ রয়েছে মেঘ পিওনের পারি
পাগদন্দি পথ বেয়ে তার বাগান ঘেরা বাড়ি ,
বাগান শেষে সদর দোয়ার বারান্দাতে আরাম চেয়ার
গালচে পাতা বিছানাতে ছোট্ট রোদের ফালি ,
সেথায় এসে মেঘ পিওনের সমস্ত ব্যাগ খালি ।
মেঘ পিওনের ব্যাগের ভেতর মন খারাপের দিস্তা ,
মন খারাপ হলে কুয়াশা হয় ব্যাকুল হলে তিস্তা ।
দেয়াল জুরে ছোট্ট রোদের ছায়া বিশাল কায়
নিস্পলকে ব্যকুল চোখে তাকিয়ে আছে ঠায়
কীসের অপেক্ষায় ।
মেঘ পিওনের ব্যাগের ভেতর মন খারাপের দিস্তা ,
মন খারাপ হলে কুয়াশা হয় ব্যাকুল হলে তিস্তা ।
আষাঢ় মেঘে বৃষ্টি এল আকাশ জুড়ে গাঢ় ,
রোদের সাথে ছায়ার আড়ি মুখ দেখেনা কারো ।
মেঘ করেছে পড়ার ঘরে বিছানাটা জুড়ে ,
উথাল পাথাল মেঘ করেছে নিজুম হৃদয়পুরে ।
রোদের ছুরি ছায়ার শরীর কাটছে অবিরত
রোদের বুকের ভিতর ক্ষত ।
সেই বুকের থেকে টুপ টুপ টুপ নীল কুয়াশা ঝরে ,
আর মন খারাপের খবর আসে আকাশে মেঘ করে
সারা আকাশ জুড়ে ।
মেঘ পিওনের ব্যাগের ভেতর মন খারাপের দিস্তা ,
মন খারাপ হলে কুয়াশা হয় ব্যাকুল হলে তিস্তা ।
মেঘের দেশে রোদের বাড়ি পাহাড় কিনারায় ,
যদি মেঘ পিওনের ডাকে সেই ছায়ার হদিশ থাকে
রোদের ফালি তাকিয়ে থাকে আকুল আকাঙ্খায় ।
কবে মেঘের পিঠে আসবে খবর বাড়ির বারান্দায় ।
ছোট্ট বাগানটায় ।
মেঘ পিওনের ব্যাগের ভেতর মন খারাপের দিস্তা ,
মন খারাপ হলে কুয়াশা হয় ব্যাকুল হলে তিস্তা ।
বুঝি হটাত করে মেঘ পিওনের ক্ষণেক অসাবধানে ,
তার চিঠির গোছা উরে গেছে কখন দূরের বনে ।
গড়িয়ে গেছে ঝর্না জলে ছড়িয়ে গেছে গাছের ডালে ,
মন খারাপের পাতা গুলো গাছের পাতার মতো ,
নীল পাহাড়ে পরছে ঝরে ঝরছে অবিরত।
মেঘ পিওনের ব্যাগের ভেতর মন খারাপের দিস্তা ,
মন খারাপ হলে কুয়াশা হয় ব্যাকুল হলে তিস্তা ।
মন খারাপের মেঘে গেল সারাটা বন ঢেকে ,
মেঘের ডাকে গুমরে ওঠা কষ্ট থেকে থেকে ।
ছায়া যেন ছায়ার মতো মেলায় পাহাড় বনে ,
ছায়াটি তার ফেলে গেছে কখন মনের কনে ।
এপাশ ওপাশ রাত্রি ফুরায় মন খারাপের ভোরে
পশলা মেঘে বৃষ্টি পরে বৃষ্টি পরে ঝরে ।
আয়ে বৃষ্টি টাপুর টুপুর আয়ে বৃষ্টি ঝেঁপে ,
মন খারাপের বৃষ্টি তোকে দুঃখ দেবো মেপে ।
মেঘ পিওনের কোথায় বাড়ি কোথায় সে কোন দূরে ,
আষাঢ় হলেই কোথা থেকে আসে আকাশ জুরে ।
মন খারাপের দিস্তেগুলি কখন বিলি করে ,
রাত জাগা কোন ভোরে মেঘের দ্বিপ্রহরে ।
বাগদন্দি পথের ধারে বাগান ঘেরা ঘরে ,
এখন রোদ উঠেছে মেঘ পিওনের যাবার সময় প্রায় ,
যেসব চিঠি হয়নি বিলি পরেছে ঝরনায় ।
গড়িয়ে গেছে নদীর জলে ছড়িয়ে আছে গাছের ডালে ,
টুপ টুপ টুপ পরবে ঝরে পাহাড়তলির পথে ।
ধীরে ধীরে শুকিয়ে যাবে শুকনো পাতার সাথে ।
মন খারাপের সজলটুকু শুকিয়ে গিয়ে শেষে ,
মিলিয়ে যাবে তিরতিরে এক মন কেমনের রেশে ।
মেঘ পিওনের ব্যাগের এবার মন কেমনের দিস্তা ,
সেই মন কেমনের মনের টানে চলছে বয়ে তিস্তা ।
চলছে বয়ে তিস্তা ।