মন খারাপের বিকেলে কেউ গলা সাধে না
কার্নিশে আর শালিক পাখি বাঁসা বাঁধে না
বাঁধে না
বাঁধে নাআআআআআআআ
কান্না পেলে কেন আমি আর
কাঁদি না…
ভুবন ডাঙার মাঠ টা আমার গেল যে কোথায়
বোতাম বিহীন শার্ট টা আমার ছোটো কেন হয়
জানি না
জানি নাআআআআআআ
বৃষ্টি এলে কেন আমি আর ভিজি না
মন খারাপের বিকেলে কেউ গলা সাধে না
কার্নিশে আর শালিক পাখি বাঁসা বাঁধে না
বাঁধে না
বাঁধে নাআআআআআআআ
কান্না পেলে কেন আমি আর
কাঁদি না…
কান্না পেলে কেন আমি আর
কাঁদি না..
ভোরবেলা তে ভোরবেলা আমার
দেখা হয়ে ওঠে না যে আর
ভোরবেলা তে ভোরবেলা আমার
দেখা হয়ে ওঠে না যে আর
কে জানে কি কারনে
কে জানে কি কারনে
ভেজা ঘাসে খালি পায়ে আর হাঁটি না
কোকিল আসে ছাদের কোনে
কিন্তু ডাকে না
ডাকে না
ডাকে না…
মনের কথা মনে তো আমার থাকে না