রাধাচূড়া আর কৃষ্ণচূড়ার মধ্যে এখনো তফাৎ টা বুঝিনা
বুঝিনা অশ্বথ আর বটের মধ্যে পার্থক্য
জানি না কোনটা কিউমুলাস মেঘ আর কোনটা না
জীবন প্রায় পুরোটাই পার হয়ে গেলো
শুধুমাত্র কম্পিউটারের প্রসেসর বুঝতে বুঝতে
আর মাঝে মাঝে দায়সারা কিছু কবিতা লেখা
যখনি হারিয়ে যেতে চেয়েছি কোন গহীন বনে
আমাকে হারাতে হয়েছিলো শহরের কংক্রিটের ভীড়ে
বিনামূল্যে সুখ বিকোতে চেয়েছিলাম
কিন্তু বেচে থাকার জন্য আমাকে বেচতে হয়েছে কষ্ট
আর কিছুই বেচতে পারিনি আমি
বেচতে পারিনি আমার কোন অর্ধমৃত স্বপ্ন
সাথে সাথে অবিক্রীত থেকে গেছে মরচে পরা আশারা
দিশেহারা হয়ে গ্রাহক খুজেছি দিনে রাত্রি
তার পর সন্ধ্যায় ক্লান্ত হয়ে চুমুক দিয়েছি চায়ের কাপে
সাথে সঙ্গী ছিলো কোন সস্তা ব্র্যান্ডের সিগারেট
কত কিছুই না আমাকে ছেড়ে গিয়েছে
কত জনই না আমাকে ছেড়ে গিয়েছে
শুধু নিকোটিন আমাকে কখনো কষ্ট দেয়নি
প্রেমিকার নরম বুকে মাথা রেখে শুয়ে পাওয়া
সাময়িক শান্তির পর কষ্টেরা হয়েছে চিরসঙ্গী
দুঃখ কখনো আমাকে দুঃখ দেয় না
সুখেরা দুঃখ দেয় আমাকে
আমাকে দুঃখ দেয় অতীতের অবাস্তব স্বপ্ন গুলো
আমাকে দুঃখ দেয়…….