আমার কপিতয় অশুভাখাঙ্কি আমার নামে গুজব ছড়াচ্ছে যে আমি নাকি গোপনে বিয়ে করেছি। তাই আজকে আমার সকল বন্ধু, শুভাখাঙ্কি , বড় ভাই, ছোটভাই , বড় আপু, ছোট আপু উদ্দেশে বলছি আমি এখনো অবিবাহিতই আছি। আসলে আমি বিয়ে করতে চাইনা বেপারটা এমন নয়। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়। জন্মসুত্রে আমি টাঙ্গাইলের বিখ্যাত জমিদার বংশের সন্তান। আমার জমিদার বড় দাদার কয়েকশ হাতি ছিল। আমাদের বংশের রেওয়াজ অনুযায়ী সম্মন্ধ করার সময় আমরা দুই বা ততধিক হাতি উপহার হিসেবে দিয়ে থাকি। কিন্তু আজ পর্যন্ত এমন কোন মেয়ে খুজে পাইনি যার পরিবার দুটি হাতি পালতে সক্ষম। একটি হাতি দিনে ৪০ কেজি কলাগাছ খেয়ে থাকে। সাথে দুইজন মাহুত ও বেতন দিয়ে রাখতে হয়। বংশের রেওউয়াজ রক্ষা করা আমার একান্ত কর্তব্য। তাই কারও সন্ধানে এমন মেয়ের সন্ধান যদি থেকে থাকে যার পরিবার দুটি হাতি উপহার নিতে সক্ষম , তাহলে আমাকে জানিয়ে বাধিত করবেন। ধন্যবাদ