আমার শেষ দুটো DIY (Do It Yourself) প্রোজেক্টে দেখিয়েছি কিভাবে Bio-Drone বানাবেন এবং কিভাবে ঘরে জলহস্তী পালবেন। শেষ দুটো প্রোজেক্টে আপনাদের প্রতিক্রিয়া দেখে আমি আসলেই মুগ্ধ। আপনাদের অসাধারণ response এর জন্য এবার আমার তৃতীয় DIY প্রোজেক্ট আপনাদের সামনে নিয়ে আসলাম। এই প্রোজেক্টটি শুধু মাত্র যারা দিচক্রযান চালান তাদের জন্য। আমি আজকে কিভাবে বায়ো-নস (bio-nitrus) ব্যাবহার করবেন আপনার সাইকেলে। চলুন শুরু করা যাক
বায়ো-নস (bio-nitrus) ফর সাইকেলঃ
যা যা লাগবেঃ
১. মিল্ক অফ ম্যাগনেশিয়া (১ বোতল)
২. ভরা পেট ( ভারি খাবার দিয়ে ভরা)
প্রথমে পোলাও , গোস্ত খেয়ে পেট ভরে নিন. এর পর এক বোতল মিল্ক অফ ম্যাগনেশিয়া ১ লিত্রে পানিতে গুলায় খেয়ে ফেলুন। ১ ঘণ্টা পর সাইকেল নিয়ে বেরিয়ে পড়ুন। একটু পর পর fart আসবে। তখন সিট থেকে পচ্চাদদেশ তুলে fart করুন। দেখবেন উল্কার গতিতে এগিয়ে যাচ্ছেন। so keep following me guys to get new ideas because ideas are immortal