IMG_8253

ফিরে আসবো

Spread the love

কথা দিলাম ফিরে আসবো
যত ক্রোশ দূরেই যাই না কেনো
যত তেপান্তরের মাঠই পেরোই
যতই পাহাড় ডিঙিয়ে মৃত্যু উপত্যকা পাড়ি দেই
ঠিকিই ফিরে আসবো চেনা  মেঠো পথ ধরে
রাস্তা ভুলে গিয়েও আবার চিনে নিবো
ঝড়ের কোন রাত হয়তো দেরি করিয়ে দিবে
কিন্তু আমায় আটকাতে পারবেনা
হয়তো আমার মুখের আদল বদল হয়ে যাবে
রোদে পুড়ে গায়ের রঙটাও তখন অপরিচিত
চোখে চোখ রাখলেই চিনবে আমাকে
হয়তো তোমার অনেক অভিমান জমে আছে
হয়তো অনেক বেশি দেরি করে ফেলেছি
তাও ফিরে এসে সব শুনবো তোমার কোলে মাথা রেখে
জঙ্গলে ক্যাম্পফায়ারের ঝিরি ঝিরি শব্দে
দুই চারটা জোনাক জ্বলবে আসে পাশে
তাবুর বাইরে তুমি আর আমি
আমি কিন্তু তাবু খাটাতে পারিনা
শিখে নিবো ফিরে আসার আগে শুধু তোমার জন্য
নির্জনতা পুরোপুরি গ্রাস করার আগেই
চাওয়া-পাওয়ার হিসাবের খাতাটা ছুড়ে ফেলে
আমরা কথা বলবো
কান্নার কথা, বরফের মতন জমে যাওয়া কষ্টের কথা
আমাদের বরফ গলতে শুরু করবে
কথা দিলাম, সত্যি সত্যি গলবে সে বরফ
ততক্ষণে ক্যাম্পফায়ারও নিভে যাবে
ভোরের সূর্যের কিরণও তখন উকি দিচ্ছে
ঘুম ঘিরে আসছে আমাদের চোখে ……


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *