প্রথম প্রেমটার মতন জীবনে আর কিছুই হয় না। সব কিছুতেই অদ্ভুদ ভালোলাগা আর মুগ্ধতা যেন মিশে থাকে। প্রথমবার হাত ধরা , একসাথে কোথাও ঘন্টাখানেক বসা, চোখে চোখ রেখে তাকানো আর কখনোই ফিরে আসেনা। ওই অনুভূতই আর হবে না কখনো। পরের প্রেম গুলো হয়তো হবে শরীরের টানে। কিংবা অন্য কোন প্রয়োজনের খাতিরে। আর বিয়ে, সে তো হবে একটা বিজনেস ডিল। প্রথম সেই অনুভূতি ম্রিয়মান হয়ে যাবে একদিন কিন্তু ভোলা যাবে না, বিশ্বাস করো ভোলা যাবেনা। ভোলা যায় না ওসব। একবার চলে গেলে খুজেও পাওয়া যায় না। বয়সের সাতেহ সাথে কমে যাবে তোমার চোখের জল। মন খারাপ হলেও কাঁদতে পারবেনা। হয়তো সাহায্য নিবে নিকোটিনের। বৃষ্টির আশায় চাতক পাখির মতন তাকিয়ে থাকবে উপড়ে। আসবেনা সেই বৃষ্টি। একটা ফোটাও পাবেনা বাস্তবে। মাঝে মাঝে স্বপ্নে কিছু দেখে হয়তো পর দিন সকালে চোখ ভিজে উঠবে। ওই পর্যন্তই। আর কিছুনা। কিচ্ছুনা। সেই প্রথম লিখা চিঠি, চিঠির উত্তর কত বার যে পড়া হয়। প্রতিটা শব্দ যেন কলিজায় গেথে থাকে।
জীবনে প্রথমবার ভালোবাসা হারাবার যন্ত্রনাটাও মধুর। তীব্র যন্ত্রনার সাথে কান্না। ঝাপসা সে চোখ যেন মুষল্ধারে বৃষ্টিতে কোন গাড়ির জানলার কাঁচ।
প্রথম প্রেমের মত
প্রথম কবিতা এসে বলে
হাত ধরে নিয়ে চলো
অনেক দূরের দেশে …..