পিক আপ লাইনস ছবির সাথে ! (Pack-1) September 7, 2017 Imrul Lame Thoughts Spread the love আমি কিছুতেই ভাববোনা তোমার কথা বোবা টেলিফোনের কাছে বসে ক্রুশ বিদ্ধ যিশু ক্যালেন্ডার থেকে কাঁদে, তার মত আমি আটকে পরেছি এক ফাঁদে আমি চেয়েছি দিতে তোমায় গোটা জগত আমার, তুমি চেয়ে বসলে শুধু হ্যারি পটার গোটা বিশ্ব , একই দৃশ্য, শীত গ্রীষ্ম , সবাই নিঃস্ব ইচ্ছে ছিলো লিখার তোমায় অনেক কথা, বড়সড় মানে ওয়ালা কবিতা, কিন্তু ঘণ্টা খানেক ধরে শুধু একটি কথা লিখেছি – Little Happy Birthday to you আমি তোমাকেই আরোগ্য জানি তাই তোমারি আরাধনায় নতুন কাব্য লিখেছিলাম যা ছিঁড়েছি ভীষণ ব্যাথায় একটা সময় ছিলো যখন তোমার এলো চুলে, হাত বুলালেই ঘুমিয়ে যেতে রাজ্যের কাজ ভুলে, এখন তোমার ব্যাস্ত সময় ঘুম হয় খুব কম, হাত বুলালেই ঘুম হয়না লাগে ফ্রিজিয়াম ভেজা রেলগাড়ি হয়তো সবুজ ছুঁয়ে ফেলে, আর সারাটা পথ ভীষণ খামখেয়ালে চলে ! তারপর পেরোয় মেঘ আর তারায় ভরা স্টেশন , একটু থামতে চায় প্রেমিকের ইন্সপিরেশন যখন মনের ভিতর সূর্যটা হটাত ডুবে যায় যখন আশা ভরসা সব রাস্তা হারায় যখন ভর দুপুরে পথের ধারে একলা করে ভয় যখন বাসের ভীড়ে গলার ভেতর কান্না চাপতে হয় যেন তোমার মতই আমিও হাতড়ে বেরাই যেন তোমার মত আমার ও বন্ধু একটা চাই চাইনা শুনতে অন্য কোন কথা অচেনা, চেনা দুঃখ, চেনা সুখের গান থামিয়ো না আমার ছিলোনা দেবার কিছু শুধু ছিলো গান আর কবিতা আনকোড়া জন্মদিনের দিন হাতে লিখা কার্ড আর এক গোছা ফুলের তোড়া আমারি চোখে মিষ্টি সে, রিম ঝিম ঝিম বৃষ্টি সে বৃষ্টি তোমার ভীষন প্রিয় প্রিয় মাটির ঘ্রাণ পরজন্মে দুটোই হবো দুটোই তোমার প্রাণ অভিমান কে এবার না হয় দিলে কবর চাপা ধরলে মাথা কথা শুনে খেয়ে নিয়ো নাপা নদীর নামটি ময়ূরাক্ষী , কাক কালো তার জল, কোন ডুবুরি পায়নি খুঁজে সেই নদীটির তল আজ কোথায় সে দিন, শুধু বুকে নিকোটিন আমার ছিলোনা দেবার কিছু শুধু ছিলো গান আর কবিতা আনকোড়া জন্মদিনের দিন হাতে লিখা কার্ড আর এক গোছা ফুলের তোড়া অনেক দেখা অনেক জানা অনেক কিছু করার পর স্মৃতির মধ্যে আটকে থাকা আমার পক্ষে কষ্টকর লাল মোহন আর তোপসে টারও একি দশা দেখতে পাই ইচ্ছে করে সবাই মিলে নতুন কিছু করতে যাই তখন আবার গল্প হবে রহস্য তে ভর করে ছুটবে আমার কল্পনা টা সত্যজিতের পথ ধরে আসে সকাল চোখ মুছে চিঠি লিখা সুটকেস হাতে ট্যাক্সি ডাকা ফিরে না তাকিয়ে দেখা ইসস এভাবে কেউ চলে যায় পথের ধারে কাচের জারে সোনালী মাছ খেলা করে , বেচে থাকে জীবন্ত কঙ্কাল, পাড়ার মোড়ের সাদাকালো উলঙ্গ সেই শিশুর হাতের পচা ফলের রঙটা কিন্তু লাল খুঁজে পাওয়া বই রাত জাগা চোখ আমি পড়বই যন্ত্রনা হোক পথেই হোল ভুল, তাই ট্রিগারে আঙ্গুল মুখোমুখি বসে থাকা টিক টিক সময়টা বয়ে যায় চুম্বন সিগারেট বাস্তবেতে আসলে তা পুড়ে যায় জীবনের এই ক্ষণে ইচ্ছে গুলো , ডানা মেলে হয়ে গেছে অন্ধ, অবুঝ মনটা শুধু চায় যে নিতে তোমার চুলের মৃদু গন্ধ যাকে খুজে হারিয়ে গেলাম গহীন অরণ্যে কি পেচানো লতার মাঝে গেলাম জড়িয়ে ডেকে যখন ডাক মেলে না তখন ভাবে মন হয়তো একটু পরের ক্ষণে আসবে প্রিয়জন তুমি আর যাই হউ, তুমি নউ বনলতা সেন লাইনগুলো যাদের গান থেকে নেয়া হয়েছে: প্রীতম, জেমস, অঞ্জন, আরও অনেকে !!! Post Views: 1,384 Spread the love