ছোট বেলা থেকে পড়ে আসতেছেন সব কিছু অনু পরমানু দিয়ে গঠিত। তাইনা! পরমানু আবার নাকি ইলেক্ট্রন, প্রোটন আর নিউট্রন নামক হাবিজাবি দিয়ে গঠিত। লুক ক্লোজলি। আসলে সব বাল দিয়ে তৈরি। সব কিছু বাল। আপনি একটা বাল। আমি একটা বাল। আমরা সবাই একটা একটা ইন্ডিভিজুয়াল বাল। আবার আমরা সবাই মিলে একটা সমষ্টিগত ভাবেও বাল। এই সব ইলেক্ট্রন, প্রোটন, নিউট্রন কিছুই না। এইগুলাও বাল। সব বাল। এইটা থিওরি অফ বাল।