যদিও আকাশ ধোঁয়াশায় মৃয়মান,
তোমার জন্য লিখছি প্রেমের গান।
গলির মুখেই নোংরা-আবর্জনা,
বাস্তু নরকে নাগরিক আনমনা।
মোড়ের সেলুনে রেডিওর মুলতান।
তোমার জন্য লিখছি প্রেমের গান।
কেটে নেয়া গাছ গুড়িটা রয়েছে পড়ে,
তাতে মেলে দেয়া রঙ্গিন লুঙ্গি ওড়ে।
রাস্তার কলে রিকশা ওয়ালার স্নান,
তোমার জন্য লিখছি প্রেমের গান।
বাজারের শাক-সবজির অবশিষ্ট,
নালায় ভাসছে কবেকার উচ্ছিস্ট।
পেটে মুখ ঘসে কাক দেয় ঠোটে শান,
তোমার জন্য লিখছি প্রেমের গান।
ছোট্ট দোকানে খই, মুরি, চানাচুর
নকুল দানায় পিপড়ের ঘুরঘুর।
সামনেই আছে খয়ের, সুপোরী, পান,
তোমার জন্য লিখছি প্রেমের গান।
বেঞ্চিতে আছে বেকার ছেলেটা বসে,
বন্ধুর কাঁধে বিষন্ন মুখ ঘসে।
কমলো কিছুটা যুবকের অভিমান,
তোমার জন্য লিখছি প্রেমের গান।
সব অভিমান আকাশের চেনা চেনা,
সবার জন্য সুদিন কি আসবে না।
উত্তর চেয়ে আকাশ পেতেছে কান,
আমিও পেতেছি আমার প্রেমের গান।
আমিও পেতেছি আমার প্রেমের গান।