তুমি বলেছিলে, তুমি জানো
আমার প্রিয় রঙ কোনটি
আমি মন্ত্র মুগ্ধের মত তোমাকে দেখছিলাম
বললাম বলোতো আমার প্রিয় রঙ কি
তুমি বললে নীল,
বিশ্বাস করো ঠিক সেদিন থেকেই আমার প্রিয় রঙ নীল
তুমি চলে গেলে কিন্তু
এখনো আমার প্রিয় রঙ নীল
তারপর শহরের রাস্তার ভীষন জ্যামে
রিকশায় আমার হাত শক্ত করে ধরে রেখেছিলে
বলছিলে জ্যামটা না ছাড়ুক আজকে
তোমাকে ধরে বসে থাকি অনন্তকাল
তার পর জ্যাম ছেড়ে গিয়েছিলো
আমি তোমাকে পৌছে দিয়েছিলাম তোমার বাসার নিচে
তারপর থেকে কোন দিন আমার জ্যাম খারাপ লাগেনি
আমাকে অনন্তকাল এর কোন জ্যামে রেখে
তুমি ঠিক চলে গেলে
তুমি বলেছিলে আমার সব দুঃখ গুলো
তোমাকে দিয়ে দিতে
কিন্তু আমি দেইনি
মিথ্যা বলেছিলাম তোমাকে
বলেছিলাম আমার কোন দুঃখ নেই
ঠিকই জানতাম আমি
দুঃখ ছাড়া আমার আর এতো আপন কেউ নাই
তুমিও না!