টিপসঃ ঘরে কিভাবে একটা জলহস্তী বানাবেন

Spread the love

ঠিক করলাম সবার সাথে প্রতিদিন একটা করে দরকারি জিনিস শেয়ার করবো।
আজকের টিপসঃ ঘরে কিভাবে একটা জলহস্তী বানাবেনঃ
জলহস্তী আপনার অনেক পছন্দের জিনিস ? কিন্তু বন বিভাগের ভয়ে বাসায় পালতে ভয় পাচ্ছেন ? আপনার জন্য আছে সমাধান (আপনাকে অবশ্যই বিবাহিত হতে হবে)ঃ
উপকরনঃ
১. বড় সাইজ এর বাথটাব
২. বউ (অবশ্যই নিজের)
৩. পানি।
আপনার বিবাহিত বউকে ইচ্ছা মতন মেওনিজ, চিজ , বীফ ইত্যাদি খাওয়ান। কিছু দিনের মধ্যেই আপনার বউ ছোট খাটো জলহস্তিতে রুপান্তরিত হবে। এখন বড় সাইজের একটা বাথটাব কিনে ফেলুন। তারপর বউকে ছেড়ে দিন বাথটাবে। হয়ে গেল ঘরে তৈরি জলহস্তী।
বিশেষ দ্রষ্টব্যঃ বউ এর লাথি খাইলে আমি কোন ভাবেই দায়ী নই।
আগামী টিপসঃ কিভাবে ঘরে Bio-Drone তৈরি করবেন। ধন্যবাদ


Spread the love

3 thoughts to “টিপসঃ ঘরে কিভাবে একটা জলহস্তী বানাবেন”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *