পুনর্জন্ম হয়েছিলো জোনাকিটার
জাতিশ্মর ছিলো সে
ধীরে ধীরে মনে পরছিলো আগের জন্মের কথা
জ্বলতে নিভতে জ্বলতে নিভতে
সে তার চারপাশে আবিষ্কার করলো ইলেকট্রিক আলো
সেই আলোর দূষণে জোনাকিটার আলো মূল্যহীন
অন্ধকার রাতে জোনাকির আলো , শিয়ালের ডাক
ছোট ছোট গ্রামগুলো যে কবে
ডাস্টবিনের শহরে পরিণত হয়েছে
জোনাকিটা এতো কিছু বুঝে না
আমি বুঝি, আমার মত যারা তারা বুঝে
যে বন থেকে আগে হিজল ফুলের গন্ধ আসতো
সেটা এখন ছোট একটা ঝোপ
বিষাক্ত সভ্যতার মূত্রের গন্ধ আসে সেখান থেকে
বর্ষায় যে কদম গাছের ফুলে ছেয়ে থাকতো মেঠো রাস্তাটা
সেখানে এখন এক কুকুরের অর্ধগলা মৃতদেহ পরে আছে
কোন এক শুয়োরের গাড়ির নিচে পরেছিলো ।