ঘরে বসে Bio-Drone বানানো

Spread the love

কালকে কথা দিয়েছিলাম আজকে ঘরে বসে Bio-Drone বানানো শিখাবো সবাইকে। চলুন দেখা জাক কিভাবে ঘরে বসে একটা Bio-Drone বানাবেন। ড্রোন হোল ছি-ছি টিভি ক্যামেরা সহ উরন্ত বস্তু যেটার AI (Artificial Intelligence ) আছে।

যা যা লাগবেঃ
১. একটা বড়শি
২. ঘুরি উড়ানোর শক্ত সুতা
৩. অনেক কম ওজনের ওয়ারলেস ছি-ছি টিভি ক্যামেরা
৪. মাছের নারি ভুরি অথবা রুটি

প্রক্রিয়াঃ

কিছু মাছের মাছের নারি ভুরি অথবা রুটি একটা বড়শি তে লাগায় জানলার বাইরে ফেলে রাখুন। কপাল ভালো হলে কিছুক্ষনএর মধ্যে একটা কাক ধরা পড়বে বড়শিতে. এই বার কাকটাকে ধরে তার গলা থেকে বড়শি টা বের করে ফেলুন। এইটাই সবচেয়ে কঠিন কাজ। এর পর কাক এর পায়ে অথবা শরীরে ক্যামেরা টা লাগিয়ে নিন। আর পায়ে ঘুড়ি উড়ানোর সুতা বেধে দিন। ব্যাস তৈরি হয়ে হয়ে গেল ঘরে তৈরি Bio-Drone. আমার পরবর্তী  পোস্ট হবে বায়ো নাইট্রাস এর উপর। So keep following me ^_^


Spread the love

2 thoughts to “ঘরে বসে Bio-Drone বানানো”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *