কবিরা হেরে যায় প্রতিনিয়ত
কখনো অদৃষ্টের কাছে
কখনো হেরে যায় নীল বেদনার কাছে
যারা জিতে তারা কবি হয় না
তারা হয় বুর্জোয়াদের পা চাটা কুকুর
লাশের পিলারে বানানো অট্টালিকায়
দিন রাত বসে কষে স্টক মার্কেটের অংক
তাইতো হিটলার কিংবা মুসোলিনির সভায়
কোন কবি থাকে না
কোন কবি থাকেনা রাতের কর্পোরেট পার্টিতে
বাহারি শাড়ি আর গাউন পরে বেশ্যারা বিকোয় দেহ
কোন ফাইভ স্টার হোটেলের রুমে
ঠিক সেই হোটেলের নিচে দিয়েই
অভুক্ত কবি হেটে যায়