কথা দিচ্ছি তোমার প্রেমে পরবো না
প্রেমে পরার বয়েস কবেই তো পার করে এসেছি
অঞ্জনের ম্যারি অ্যান আর নচির নীলাঞ্জনা শুনতে শুনতে
বড় জোর তোমার ঘরের চৌকাঠে উষ্টে খেয়ে পরতে পারি
কথা দিচ্ছি তোমার হাত ধরতে চাইবো না
মৃত আমি আর বরফের মত ঠান্ডা আমার স্পর্শ
তোমাকে শিহরিত করবে না সেটা আমি ভালো করেই জানি
বড় জোর তোমার আচল আলতো করে ছুয়ে দিবো
কথা দিচ্ছি তোমার বাড়ির সামনের রাস্তায় দাড়াবোনা
তুমি তো রঞ্জনা নও, না তোমার বড় ভাই আছে
কিন্তু গলির মুখে যদি চায়ের দোকানে আমাকে সিগারেট হাতে দেখো
রিকশার হুড টেনে দিয়ে চোখে চোখ না রেখে চলে যেও
কথা দিচ্ছি তোমার জন্য আর কখনো নির্ঘুম রাত কাটাবো না
স্বপ্নে তোমাকে দেখলেও সকালে ঠিকই ভুলে যাবো
ভুলে যাবো বুকে রক্তক্ষরণের দিনগুলো
সব সব সব ভুলে যাবো আমি
কিন্তু আমাকে ফিরিয়ে দিয়ে তুমি যে কষ্টটা পেয়েছো
সেটা ভুলতে পারবে তো ?