কথা দিচ্ছি

কথা দিচ্ছি

Spread the love

কথা দিচ্ছি তোমার প্রেমে পরবো না
প্রেমে পরার বয়েস কবেই তো পার করে এসেছি
অঞ্জনের ম্যারি অ্যান আর নচির নীলাঞ্জনা শুনতে শুনতে
বড় জোর তোমার ঘরের চৌকাঠে উষ্টে খেয়ে পরতে পারি

কথা দিচ্ছি তোমার হাত ধরতে চাইবো না
মৃত আমি আর বরফের মত ঠান্ডা আমার স্পর্শ
তোমাকে শিহরিত করবে না সেটা আমি ভালো করেই জানি
বড় জোর তোমার আচল আলতো করে ছুয়ে দিবো

কথা দিচ্ছি তোমার বাড়ির সামনের রাস্তায় দাড়াবোনা
তুমি তো রঞ্জনা নও, না তোমার বড় ভাই আছে
কিন্তু গলির মুখে যদি চায়ের দোকানে আমাকে সিগারেট হাতে দেখো
রিকশার হুড টেনে দিয়ে চোখে চোখ না রেখে চলে যেও

কথা দিচ্ছি তোমার জন্য আর কখনো নির্ঘুম রাত কাটাবো না
স্বপ্নে তোমাকে দেখলেও সকালে ঠিকই ভুলে যাবো
ভুলে যাবো বুকে রক্তক্ষরণের দিনগুলো
সব সব সব ভুলে যাবো আমি
কিন্তু আমাকে ফিরিয়ে দিয়ে তুমি যে কষ্টটা পেয়েছো
সেটা ভুলতে পারবে তো ?


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *