কখনো থাকিনি এই শহর থেকে দূরে
ওভারব্রিজের তলায় রয়েছে স্মৃতি
টুকরো কাগজ এসে ছিলো যত উড়ে
এই শহরটাকে বানিয়ে দিয়েছে চিঠি
আমাদের থাকা আমাদের বেড়ে ওঠা
রেল লাইনের পাশে বেড়ে ওঠা ঘাস
চোখে রেলিঙে বৃষ্টির কিছু ফোটা
আজ যা ঠিকানা কাল তাই পরবাস
বন্ধুর হায়াত ঝরে গেছে হাতে হাতে
লুকিয়ে রেখেছি কান্নার অভ্যেস
মাঝ রাতে উঠে গেছি একা ছাদে
দেখেছি শহর হয়ে আছে মহাদেশ
কবিতার মতো রাস্তারা ছুটে রোজ
বাড়ি ঘর গুলো ছোটো গল্পের বই
এখানেই পাবে তোমার আমার খোজ
এই শহর ছেড়ে যাবার উপায় কই (Collected)