একাকীত্বের কাছে কি নিদারুণ অসহায় আমরা। দুপুরে বাসের ভীড়ে কিংবা শপিং মলের ঝিলমিল করা আলোর মধ্যে মনের ভেতর তীব্র অন্ধকার। অন্ধকার টানেলের শেষে হয়তো আলো থাকে কিন্তু জীবনের এই অন্ধকারের রাজত্ব যেন চলে লক্ষ লক্ষ বছর ধরে। মানুষকে সৃষ্টিকর্তার আদলে তৈরি করা হয়েছে। আমাদের মহান সৃষ্টিকর্তা ও কি এমন একা ছিলেন? যখন কিছুই ছিলোনা ? তাই কি আমরা ভিতরে ভিতরে এত একা? শত সুখের মাঝেও হুট করে একা লাগে। মনে হয় যেন চারপাশে কিছুই নেই। এক অসীম নিস্তব্ধতা গ্রাস করে ক্রমাগত। এতো মানুষ, এতো আয়োজন , এতো ভালোবাসা , তার পরেও কতো বিষণ্ণতা সূর্যাস্তের সময়। বিষণ্ণতা চাদের আলোয়, বিষণ্ণতা অমাবশ্যার নিকষ আধারে। তাই রবীন্দ্রনাথের বিখ্যাত গান ” একলা চলো রে ” এর সাথে একমত হতে পারেনি নচিকেতা। নচিকেতার ভাষায় ” একলা মানুষ মাতৃগর্ভে একলা মানুষ চিতায়
একলা পুরুষ কর্তব্যে একলা পুরুষ পিতায়, / আর মধ্যিখানের বাকিটা সময় / একলা না থাকার অভিনয় / একলা না থাকার অভিনয় ” আসলে আমরা সবাই অভিনয় করে যাই একলা না থাকার।