images6

একটা কবিতা লিখবো তাই

Spread the love

একটা কবিতা লিখবো তাই রাতের ঘুমগুলোকে বিদায় দেই
দূরের শহরে চলে যায় ঘুমরাশি
শাবল চালাই পুরনো দুঃখ গুলোর কবরে
ব্যর্থতার আগাছারা ঢেকে রাখে সে কবরগুলোকে
টেনে বের করে নিয়ে আসি
লাশকাটা ঘরে নিয়ে একা একাই পোস্টমর্টেম করি
বহুকাল আগেই মরে যাওয়া দুঃখেরা চেয়ে থাকে নির্বাক
ওদের চোখ গুলো যেন মৃত মাছের চোখ
এতকাল মাটিচাপা থেকেও পচে যায়নি
ফ্যালফ্যাল চোখে তাকিয়ে থাকি আমি , একটা কবিতা লিখবো তাই
না, কবিতা আর লিখা হয় না আমার
সাঁড়াশি দিয়ে পেটের ভিতর থেকে থেকে
টেনে বের করে আনতে ইচ্ছা করে সব শব্দরাশি
পারিনা, কোন ভাবেই পারিনা, কিছুতেই পারিনা
কল্পনায় জোর নেই, অন্তঃশব্দে মিল নেই
ব্যর্থতার প্লাবনে হারিয়ে যাওয়া আমার আর কবি হওয়া হবে না
অন্তত এই জন্মে, হয়তো পরের জন্মে কবি হব
সত্যি সত্যি কবি হব কিন্তু
হয়তো রবীন্দ্রনাথ, নজরুল কিংবা শামসুর রেহমান হতে পারবোনা
কিন্তু আমাকে ফেলেও দিতে পারবেনা তখন বাতিলের খাতায়
ভালোবাসবে আমাকে কিংবা ঘৃনা করবে, কিন্তু অবহেলা করতে পারবেনা
লোকে আমাকে ভালো বলবে নতুবা খারাপ

কিন্তু বলবে আমাকে নিয়েই
এমন এক কবি হয়ে আমি ঠিকই ফিরে আসবো বলে দিলাম
হয়তো জীবনানন্দের বাংলায় নয় , হয়তো আসবো প্যারিসে
কোন ক্যাফেটেরিয়ায় পাবে আমাকে , কফির কাপ হাতে
অটোগ্রাফ দিচ্ছি কোন কিশোরীর রঙ্গিন ডায়েরিতে
কবি আমি হবই, যেভাবেই হোক , যেদিনই হোক
প্রেমের কবিতা লিখবো তখন , কষ্টের না
আমার কবিতা ফেসবুকে স্ট্যাটাস দিবে প্রেমিক-প্রেমিকারা
হাতে সিগারেট নয় সেদিন, থাকবে ক্যামেলিয়া
চোখে কান্না নয়, থাকবে স্বপ্ন
বুকে নিকোটিন নয়, থাকবে আশা
আমি সত্যি কবি হব একদিন, সত্যি সত্যি কবি


Spread the love

5 thoughts to “একটা কবিতা লিখবো তাই”

  1. Pingback: Homepage

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *