ঈদের আনন্দ

Spread the love

ঈদের আনন্দটা পাই না আর। একটা সময় এই ঈদের জন্য থাকতো তীব্র উত্তেজনা আর প্রতীক্ষা। ঈদের সাথে অনেক জটিলতাও চলে আসে এখন। আগে আসতো না। ঈদের জন্য মার্কেটে শপিং করতে যাওয়াটা কখনো কখনো ঈদের চেয়েও আনন্দময় মনে হতো। প্রতি ঈদে জেমস,বাচ্চু,মাইলস,চাইম ইত্যাদি ব্যান্ডের একটা মিক্সড অ্যালবাম আসতো। ওইটা কিনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করতাম। জেমসের গান সব চেয়ে ভালো লাগতো। ঈদের দিন রাতে খারাপ লাগতো। ঈদ চলে যাছে বলে। এখন কোনদিক দিয়ে ঈদ আসে আর যায় কিছুই বুঝিনা। তারপরেও খুব ইচ্ছা করে আবার ঈদের আনন্দটা পেতে। ঈদ কার্ড কিনতে। মুখে স্বাদ নেই, চোখে স্বপ্ন নেই, দুই চোখ এখন একটা সাদাকালো দূরদর্শন। রেইনবোটাও সাদাকালো মনে হয়। আশায় থাকি একটা চিঠি পাবো রঙিন একটা খামে। চিঠিটা পড়ার সাথে সাথে আমার সব হতাশা, দুঃখ, কষ্ট মুহূর্তেই চলে যাবে। মনে নাই ঠিক শেষ কবে ভালো অনুভব করেছিলাম। খুব মিস করি ভালো লাগাটাকে। নিজেরে একটা useless রোবট মনে হয় যার ব্যাটারি এখনো শেষ হয়নি বলে ফেলে দেয়া হয়নি। একমাত্র সিগারেট টাকেই ভালো সঙ্গি মনে হয়। অপেক্ষা একটা চিঠির , অপেক্ষা একটা রঙিন খামের …………………………


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *