ইন্সপাইরেশনাল মুভি

Spread the love

12th Fail টাইপ ইন্সপাইরেশনাল মুভি গুলাতে আমার জন্মের অ্যালার্জি। এটা সহজেই অনুমান করা যায় আমি একটা ভাদাইম্মা, আকম্মা এবং কারো সাফল্যে আমার হিংসা হয়। হইতেই পারে। কিন্তু আসল যে বিষয়টা সবাই মিস করে যায় সেটা হইলো অনেক মানুষ এসব মুভির চরিত্র গুলির চেয়েও বেশি স্ট্রাগল করেও ব্যর্থ হয়। জীবন যুদ্ধে হেরে যায়। এরকম অসংখ্য চরিত্র আমাদের চারপাশে আছে। এদের নিয়ে কোন মুভি হয়না। এদের গল্প কেউ খায় না। এমন সিনেমা কেউ দেখবে না যেখানে মূল চরিত্র অসম্ভব স্ট্রাগল করে শেষ পর্যন্ত হেরে যাচ্ছে। আমাদের শিক্ষা ব্যাবস্থা আর ক্যাপিটালিসম সব সময় এটাই বলে এসেছে হাল ছেড়োনা জয় তোমার হবেই! কিন্তু কখনো কখনো থেমে যাওয়া খারাপ কিছুনা। কেউ বলেনা হেরে যাওয়া খারাপ কিছুনা। সবাইকেই টার্গেটে পৌঁছাতে হবে এমন তো কোথাও লিখা নেই। ছোট ছোট মানুষের ছোট ছোট আশার কথা, ছোট ছোট স্বপ্নের কথা নিয়ে খুব কম মুভিই হয়। স্বপ্ন বড় থাকা ভালো কিন্তু সেই স্বপ্ন ভেঙে গেলো যেনো জীবনটাই অর্থহীন না হয়ে পরে। এজন্য আমার ওয়াচ লিস্ট Robert Rodriguez এর মেক্সিকান ঝাল পিজার মতন মুভি কিংবা থালাপতি বিজয় এর মাসালা মুভি গুলাই ডমিনেট করে।

[ 12th Fail অবশ্যই একটা ভালো সিনেমা। এটা আমার একান্তই নিজের মত। ]


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *