আমি মানে খুঁজে পাইনি
হৃদয়ের কোণে জমে থাকা কষ্ট গুলোর
চড়া দামে কেনা ছিলো সেগুলো
তবে আজ কেন পরিত্যাক্ত আমার দুঃখেরা
আমি মানে খুঁজে পাইনি
বার বার প্রেমে পড়ার
প্রতিবার স্বর্গসুখের আশায়
আমি নিজেকে খুঁজে পেয়েছিলাম
নরকের স্যাঁতস্যাঁতে গলিতে
আমি সুখের ও কোন মানে খুঁজে পাইনি
দুঃখ যতটা কাছে আসতে পারে
সুখ কখনোই পারবে আমার ঠিক তত কাছে আসতে
তবে কেন সুখের পিছনে এভাবে ছুটতে থাকা
আমি মানে খুঁজে পাইনি
তোমার দুচোখে ডুবে যাওয়ার
শ্বাস নিতে যখন খুব কষ্ট হচ্ছিলো
বরাবরের মতোই হাত বাড়িয়ে দিয়েছিলো দুঃখগুলো