আমার বয়েস বাড়ে আমি বাড়ি না
যাচ্ছে কমে আমার চোখের জল
সিগারেটের ধোয়ায় ভর্তি ঘর
এই শহর ছেড়ে দূরে কোথাও চল
প্রতিদিন ভাবি ছেড়ে চলে যাবো সব কিছু
একই বৃত্তে ঘুরপাক খাই রোজ
কষ্টেরা নেয় প্রতিনিয়ত পিছু
তেলা পোকাদের সাথেই প্রতিরাতে হয় ভোজ।
ছুটে চলছে বয়সের রেলগাড়ি
ফুরিয়ে আসছে সময় ডালের পাতা
মনটা যেন একটা ভাঙাচোরা বাড়ি
সাবধানে গুটিয়েছি আমার শার্টের হাতা
চেষ্টা করেছি লিখতে কতো স্বরলিপি
মনে আসেনি একটাও ভালো গান
অজান্তেই খুলেছি কষ্টের ওয়াইনের ছিপি
বেড়েছে শুধুই অবুজ মনের টান ……………..