আমার ধুলোমাখা জিন্সের পকেটেতে
রাখা আছে অসংখ্য স্মৃতি
সিগারেট খাওয়া এই বুক ভরা নিকোটিনে
বাচা ও মরার সংহতি
আমার দুটো পায়ে নাগরিক বন্ধন
ভাবনায় কড়া পাহাড়া
স্বপ্নেরা প্রতি রাতে গ্রাহকের সন্ধানে
ঘুরে ঘুরে হয় দিশেহারা
না আমি পারবনা নারে আকাশ তোর সাথে যেতে
আমি সোজা পথ সোজা কথা দুটোই ছেড়েছি
আজ দেবনা দুঃখ তোকে পেতে
যাব আমি তোর সাথে কেমন করে
যাব আমি তোর সাথে কেমন করে
আমার অহংকার ছায়া হয়ে প্রতিবার
ডাকবে আমায় নাম ধরে
প্রচণ্ড আক্রশে নাম ধরে অবশেষে
না যেতে পারার যন্ত্রনায়
গেলে হুইস্কি নেব
সব কিছু ভুলে যাব
দুঃখের বিলাসিতায়
ওই ভিক্টোরিয়ার কালো পরীটার মত
আমি শূন্যতে ডানা মেলে
উড়ছে হাওয়ায় ডানা কিন্তু ওই পা দুখানা
কনক্রিটের জঙ্গলে
না না নারে আকাশ খুজে নে জীবন
যদি আমার আশায় তুই থাকিস বসে
তবে পাথর হবে দু নয়ন ( নচিকেতা )