FB_IMG_1568451671522

অপরাধী শব্দদল – প্রেমিক

Spread the love

ম্যাচুরিটি দিয়ে প্রেম হয় না। যা হয় তার নাম ব্যাবসা। প্রেমিক হলে হতে হয় ইম্যাচিউর। জীবনের সব চেয়ে প্রিয় জিনিস টা অনায়সে প্রেমিকার জন্য বাজি ধরতে পারতে হয়। রাতে ঘুম কে  বিদায় জানাতে কোন ফেয়ারওয়েল ছাড়াই।  নাবিক সিন্দাবাদ যেমন জীবনের মায়া উপেক্ষা করে বার বার ছুটে যেত সমুদ্রে ঠিক সেভাবেই ছুটে চলতে হয়। প্রবল বর্ষায় যেভাবে আকাশ থেকে বৃষ্টি ঝরে ঠিক সেভাবে ঝড়তে জানতে হয়। জানতে হয় বার বার উপেক্ষিত হবার পরও কিভাবে নিজেকে বেধে রাখা যায়। চোখের জলে একটা সাগর না হলেও একটা নদীর জন্মই যদি না হয় তবে কিসের প্রেমিক তুমি ? পোস্ট না করা চিঠির একটা ছোট খাটো পাহাড়ই যদি না হলো তবে সেই ভালবাসা মূল্যহীন। বার বার মরে আবার বেচে ফিরতে হয়। খুব সহজ না নিজের হৃদয় কে ফিনিক্স পাখি বানানো। অন্তবিহীন কুঁড়ির মতন ফোটার আগেই ঝরে পড়া। কষ্ট গিলে নিয়ে মুখে হাসি তুলে রাখার অভিনয় টা শিখতে হয় খুব যত্ন করে। সাজানো জীবনের আহবান কে উপেক্ষা করে  ভবঘুরের জীবন গ্রহণ করা সহজ নয়।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *