তোমার জন্য জমিয়ে রেখেছিলাম আমার সব কটা ছুটি
তোমার পছন্দ ছিলো পাহাড় আর রডোডেনড্রন
আর আমার সফেদ ঢেউ
সমুদ্র আমাকে কখনোই ফেরায়নি
তুমি ফিরিয়েছিলে প্রতিবার
যেভাবে প্রাসাদের গেট থেকে প্রহরী ফিরায় ভিক্ষুক কে
তারপরও তোমার জন্য জমানো ছিলো শেষ বিকেলের আলো
যে আলোতে তোমাকে আরব্য রজনীর অধরা রাজকন্যা মনে হতো
আর আমি একজন সাধারণ সৈনিক
তোমার পানে চোখ তুলে তাকানোর অপরাধে শূলে চড়ানো হয়েছিলো আমাকে
নদীর মাঝে যেমন মৃত চর পরে থাকে সবার অগোচরে
সেভাবেই শূলে আমার লাশ ঝুলছিলো