hope_and_dreams

অদ্ভুত সমাজ ব্যাবস্থা

Spread the love

একটা অদ্ভুত সমাজ ব্যাবস্থা। আপনাকে অবশ্যই বড় স্বপ্ন দেখতে হবে। বড় বড় বুলি অউরাতে হবে। আরও আজিব আমাদের মোটিভেশনাল স্পিকার ভাইয়েরা। সবাই আপনাকে শিখাবে কিভাবে বড় হবেন। কাকে ফলো করবেন। আপনি যদি বলেন আপনার স্বপ্ন ছোট একটা কফির দোকান খুলে সারা দিন কফি বেচবেন আর বই পড়বেন। সবাই হাসবে। কারন তারা বলে ড্রিম বিগ। কেউ বলেনা বি হ্যাপী (নট রুবেলের হ্যাপী)। আপনি কেমন ড্রিম দেখবেন, কি হবেন সেটাও সোসাইটি ঠিক করে দিবে। ফ্রি উইল একটা ভ্রম। একবার লুপে পড়ে গেলে আর বের হতে পারবেন না। চিৎকার করে কাদলেও না। আর লুপে পরতেই হবে। লুপে পরা ছাড়া কোন উপায় নাই। সোশাল চাপ, পরিবারের চাপ, বন্ধুবান্ধবের চাপ , কাদেরের চাপ … সবখানে খালি স্ট্রেস আর স্ট্রেস। বাইরে গেলেই মাথা ঝিম ঝিম করে বাইরে গাড়ির হর্নে। মনে হয় সব শালারে বাইন্দা পিটাই। কোন ধরনের গ্যাদারিং ভাল্লাগেনা। পাবলিক হোক কিংবা সোশ্যাল। লুপে পরতে চাইনা। পালাইতে চাই। বহুত দুরে।

এই ঢাকা আজ একটা মেগা সিটি হবে
পণ করেছে সরকার
বড় বড় হয়ে যাবে রাস্তা ঘাট
বড় সব হওয়া দরকার
শুধু ছোটখাটদের জায়গা কমে যাবে
এটা বিশ্বায়নের বাজার
ছোট ছোট মানুষের ছোট ছোট আশা
কে রাখে খবর বলো তার !!!!


Spread the love

2 thoughts to “অদ্ভুত সমাজ ব্যাবস্থা”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *