বিল গেটস কিংবা স্টিভ জবসের জীবনী পড়ছেন ? অস্থির না ? কত মোটিভেসনাল। আহা। আলিবাবার প্রতিষ্ঠাতা জ্যাক মার স্টোরিটা জানেন তো? গরিবের সন্তান ছিলেন, চাকরির জন্য দ্বারে দ্বারে ঘুরেছেন। অনেক ইন্সপিরাসন পাবেন উনাদের গল্প গুলো পড়লে। সাথে রবিন শর্মার স্পিচ মিশায় নিবেন দুই চামচ। লাইফ সেট। আপনারে আর পায় কে। উড়বেন খালি। সেই মেয়েটা কি যেন নাম ভুলে গেছি। মানুষের বাড়ি বাড়ি কাজ করত। সন্ধ্যায় কাগজের ঠোঙা বানায় দোকানে দোকানে বেচত। কঠিন অধ্যবসায় আর পরিশ্রমের ফোলে একদিন বাংলাদেশ বিমান বাহিনীতে ঢুকে পরে সে। আর আব্রাহাম লিঙ্কনের বাবা যে একজন গরিব কৃষক ছিলেন সেটা কে না জানে। এমন হাজারও সফল ব্যাক্তিক্তের হদিস মিলবে বইয়ের পাতায়। হদিস মিলবে উইকিপিডিয়ায়, মিলবে সুখন সাহেবদের স্পিচে। সেই ছেলেটার কথা কেউ বলবেনা যে পরিবারের শেষ সম্বল জমিটুকু বেচে খামার করেছিল। মড়কে সব গুলো মুরগি মারা গিয়েছিল যার। আকিজ সাহেবের কথা বলবে সবাই। সামান্য বিড়ি ব্যাবসায়ী থেকে বিশাল সম্রাজ্জের মালিক হয়েছিলেন। আরও লাখো উদ্যোক্তা ছিল বিড়ি শিল্পে। ঝরে গেসে। সারভাইভ করতে পারে নাই। তাই তাদের কথা আপনি জানেন না। হ্যাঁ, ইতিহাস পরাজিতদের মনে রাখে না। ক্লোজআপ কাছে আসার গল্প হয় , দূরে যাওয়ার গল্প হয় না। সবাই সফল হয় না। লাখো উদ্যোক্তা ঝরে যায়। একজন সফল হইলেই তারে নিয়া লাফালাফি শুরু হয়। সবাই তার মত হবার স্বপ্নও দেখে। মোটিভেশনাল স্পিকার ভাইয়েরাও তাদের গুণগান গাইতে থাকে। নইলে তাদের ইউটিউবে ভিউ বাড়বেনা, পোস্টে লাখো লাইক পরবেনা। বাস্তবতা হইল উনারা স্পেশাল। আপনে না। তাদের মধ্যে কেউ কেউ অনেক প্রতিভাবান ছিল, আর কারও কারও সাথে যা হইছে সেটা মিরাকল। সবার সাথে মিরাকল হয় না। এদের হিস্টোরি গুলা পড়ে আমাদের আশার বেলুন এতটাই ফুলে থাকে যে অনেকেই আমরা বাস্তব থেকে ফ্যান্টাসিতে চলে যাই। যখন স্বপ্ন গুলা ভাঙতে থাকে একটার পর একটা তখন বাস্তবে ফিরে আসি। তাই আমার মনে হয় তিন চামচ মোটিভেশনাল স্পিচের সাথে অন্তত এক চামচ ডিমোটিভেশনাল স্পিচ খাওয়ানো উচিত। যাতে পোলাপানগুলা একটু হইলেও বাস্তববাদী হতে পারে। মনে রাখতে হবে Exception is not an example.