অমরত্বের আশা তো কখনোই করিনি আমি
মৃত্যুকেই চেয়েছিলাম আলিঙ্গন করতে
অবশেষে এসেছিল মৃত্যু আমার দুয়ারে
হাত বাড়িয়ে আলিঙ্গন করিনি সত্য
দরজা বন্ধ করে তাড়িয়েও দেইনি মৃত্যুকে
অনেক অভিমান জমেছিল
এত দিন পর তার আসার সময় হলো ?
কত কত রাত অপেক্ষায় কেটেছে একা একা
ঝিঁঝিঁ আর হুতুম প্যাঁচার ডাক শুনে কেটেছে সময়
চোখের জল, সেটাও তো শুকিয়ে গিয়েছিল
ভয় করছিল, অপেক্ষা করতে করতে করতে
কখন না যেন আমি নিজেই অপেক্ষা হয়ে যাই
শেষ পর্যন্ত আমাকে দেখা দিয়েছিল মৃত্যু
দুপুরের তপ্ত রোদেও যেন সেদিন
হিমাঙ্কের নিচে নেমেছিল তাপমাত্রা
মৃত্যুর চোখে তাকানোর সাহস হয়নি আমার
শুধু তাকে অনুসরণ করেছিলাম মাত্র
জানতাম সময় ফুরিয়ে এসেছে ।
লাশকাটা ঘরের কোন এক কোণায় পড়ে আছি আমি
মৃত্যু আমাকে এখানেই ফেলে রেখে গেছে
এখন শুধু পোস্টমর্টেমের জন্য অপেক্ষা
দুপুর গড়িয়ে বিকাল হয়ে এলো
ডাক্তার যে এখনো আসছে না
এই অপেক্ষায় কোন কষ্ট নেই
যেন একটা মৃত রুই মাছ আমি
পলক না পড়া চোখের দৃষ্টি খুব বেশি দূর যায় না
সারি সারি লাশের মাঝে আমার মৃতদেহ
আজ আমার কোন দুঃখ নেই
কোন সুখ নেই, রোগ নেই, শক্তি নেই
মৃত আমি সকল উপলব্ধির উর্দ্ধে
লাশকাটা ডাক্তারের অপেক্ষায় ………