বিজ্ঞান বলে সব চেয়ে ভারি নাকি নিউট্রন স্টার
ওরা কখনো আমার মধ্যবিত্ত বাবার দীর্ঘশ্বাস মাপেনি
যদি মাপতো তবে জানতো সেই দীর্ঘশ্বাসের ভর
হাজারটা নিউট্রন স্টারের চেয়েও ভারী ছিলো সেই দীর্ঘশ্বাস
হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতিটা নিয়ে কত কিছু হয়ে গেলো
বিজ্ঞান বললো এটা নাকি গেম চেঞ্জিং একটা থিওরি
হাইজেনবার্গ সাহেব হয়তো কখনো একটা নিম্ন মধ্যবিত্তের অনিশ্চয়তা দেখনেনি
দেখলে হয়তো আনসার্টেনিটি প্রিন্সিপ্যাল টাও তুচ্ছ লাগতো
বিবর্তনবাদ নিয়ে ঝগড়া-ঝাটি হল্লাহাটি কি কম হলো ?
ডারউইন সাহেব বললেন লাখো বছরের দরকার বিবর্তনে
ডারউইন কখনো এ শহরের এক মধ্যবিত্ত যুবকের বিবর্তন দেখেনি
একগুঁয়ে বাবা মায়ের আদরের সেই ছেলেটা
কত দ্রুত রুক্ষ এই শহরের সাথে আপোষ করে নেয়
এখানে বিবর্তনের জন্য লক্ষ বছরের দরকার হয় না
এই শহরে কেন গ্যালিলিও জন্মায় না জানো ?
এখানে থেকে যে তারা দেখা যায় না
এখান থেকে দেখা যায় না ছায়াপথ
তীব্র আলোদূষনের জন্য ভুলেই যাই উপরে তারা আছে, আছে ছায়াপথ
এতো আলোর মাঝেও ফ্লাইওভারের নিচে অন্ধকারে চলে নেশার আড্ডা
এতো আলোর মাঝেও রমনা পার্কের বেঞ্চিতে বসে থাকা
বেকার ছেলেটার চোখে ঘনায় তীব্র অন্ধকার
তাই এখানে জন্মায় ব্যর্থ প্রেমিক আর মেধাবিহীন কবি।