কবি

বিসর্জনের দুঃখ

Spread the love

শহরে সেদিন ছিলো আনন্দের জোয়ার
সারি সারি ট্রাক দাঁড়ানো ছিল সব অলিতে গলিতে
মিউনিসিপ্যালিটির কর্মীরা আজকে কোন আবর্জনা সংগ্রহ করবে না
আজকে তারা সবার দুঃখ সংগ্রহ করবে
সবার দুঃখ বোঝাই ট্রাকগুলো চলে যাবে বিকালের আগেই
আজকের পর শহরে কারোও কোন পুরনো দুঃখ থাকবেনা
ঠিক এমনটাই ওয়াদা করেছিলো সরকার শেষ নির্বাচনে
আজ সরকার সে নির্বাচনী ওয়াদা পূরণ করতে চলেছে
ট্রাকগুলো দুঃখ নিয়ে অনেক দূরে নদীতে ফেলে দিয়ে আসবে
অবশেষে একটা গতি হবে কষ্ট গুলোর
বুকের ভিতর তীব্র যন্ত্রনায় আর পচতে হবে না।
আস্তে আস্তে সবার দুঃখগুলো দিয়ে বোঝাই করা হলো ট্রাকগুলো
সব ট্রাক চলে যাবার পরেই নিস্তব্ধ হয়ে পরলো পুরো শহর
দুঃখগুলো ছাড়া জীবন কেমন হবে কেউ কখনোই ভাবেনি
জীবনের এতো বড় অংশ জুড়ে ছিল কষ্টেরা জানতোই না কেউ।
একটু পরেই সূর্যাস্ত
বিষণ্ণ শেষ বিকালের আলোয় দুখই তো অক্সিজেন
তাই নদীতে বিসর্জনের আগেই থামতে হয় ট্রাকগুলোকে
ফিরিয়ে দিতে হয়েছিলো সবার কষ্ট
সব শেষে নদীর তীরে পরে থাকে অসংখ্য শূন্য ট্রাক
শহরবাসীরা পরম যত্নে আগলে নেয় দুঃখ গুলোকে
সূর্যটাও অস্ত যায় কি করুন বিষণ্ণতায়।


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *