পাহাড়ের সাথে সব চেয়ে ঘনিষ্ট সম্পর্ক সম্ভবত আকাশের হয়। আকাশকে সব চেয়ে কাছে থেকে দেখে পাহাড়। একটু হিংসেই হয়। আকাশের কান্না বৃষ্টি হলে পাহাড়ের কান্না কি ঝর্না? জন ডেনভারের কাছে থেকে রকি মাউন্টেনের গল্প কিংবা অঞ্জন দত্তের দার্জিলিং এর গল্প শুনে পাহাড় দেখার অনেক আগে যে পাহড়ের প্রেমে পড়ে যাওয়া আমার পাহাড় নিয়ে কম ফ্যান্টাসি ছিলো না। মরুর বুকে রুক্ষ কোন পাহাড় অথবা বরফে আচ্ছাদিত এভারেস্ট, আবার চা-বাগান দিয়ে ঢাকা ছোট ছোট অসংখ্য টিলা। কল্পনায় ভাবি আর মাথায় বেজে ওঠে “কবে যাবো পাহাড়ে, আহারে “। সুনীল গঙ্গোপাধ্যায়ের কোন কবিতায় পড়েছিলাম পাহাড়ের চেয়ে নাকি নদির দাম বেশি। তবু কবি সুনীল পাহাড়টাই কিনতে চেয়েছিলেন। উনি জিততে না, ঠকতে চান। পাহাড় থেকে আকাশগঙ্গা দেখতে দেখে পুরো জীবনটাই পার করে দেয়া যায়। এক দিন ঠিকই পাহারে ঘুরতে ঘুরতে চিন্তা করে বের করবো মেঘ আর পাহাড়ের সম্পর্কটা অবৈধ কিনা !উত্তর না পাওয়া পর্যন্ত বার বার চলে যাবো পাহাড়ে।
দুনিয়ার দৃশ্যমান কোন পর্বত চূড়া জয় করা আর বাকি নাই। হয়তো সুদূর ভবিষ্যতে মানুষ শনি অথবা মঙ্গল গ্রহের পাহাড় গুলো এক্সপ্লোর করবে। কিন্তু কাছের মানুষগুলোর বুকে থাকা ব্যাথার পাহাড়গুলো আর জয় করা হবেনা। ওই পাহাড় গুলো অনেক উঁচু। সেসব চূড়াগুলো অধরাই থেকে যায়। সেইখানে কেউ তাবু খাঁটায় আকাশগঙ্গা দেখে না। সেইখানে কষ্টেরা জীবনভর জুম চাষ ই করে খায়। চলো বিশ্ব পাহাড় দিবসে জয় করার চেষ্টা করি সেসব দুঃখের পাহাড় গুলো!