কথা দিলাম ফিরে আসবো
যত ক্রোশ দূরেই যাই না কেনো
যত তেপান্তরের মাঠই পেরোই
যতই পাহাড় ডিঙিয়ে মৃত্যু উপত্যকা পাড়ি দেই
ঠিকিই ফিরে আসবো চেনা মেঠো পথ ধরে
রাস্তা ভুলে গিয়েও আবার চিনে নিবো
ঝড়ের কোন রাত হয়তো দেরি করিয়ে দিবে
কিন্তু আমায় আটকাতে পারবেনা
হয়তো আমার মুখের আদল বদল হয়ে যাবে
রোদে পুড়ে গায়ের রঙটাও তখন অপরিচিত
চোখে চোখ রাখলেই চিনবে আমাকে
হয়তো তোমার অনেক অভিমান জমে আছে
হয়তো অনেক বেশি দেরি করে ফেলেছি
তাও ফিরে এসে সব শুনবো তোমার কোলে মাথা রেখে
জঙ্গলে ক্যাম্পফায়ারের ঝিরি ঝিরি শব্দে
দুই চারটা জোনাক জ্বলবে আসে পাশে
তাবুর বাইরে তুমি আর আমি
আমি কিন্তু তাবু খাটাতে পারিনা
শিখে নিবো ফিরে আসার আগে শুধু তোমার জন্য
নির্জনতা পুরোপুরি গ্রাস করার আগেই
চাওয়া-পাওয়ার হিসাবের খাতাটা ছুড়ে ফেলে
আমরা কথা বলবো
কান্নার কথা, বরফের মতন জমে যাওয়া কষ্টের কথা
আমাদের বরফ গলতে শুরু করবে
কথা দিলাম, সত্যি সত্যি গলবে সে বরফ
ততক্ষণে ক্যাম্পফায়ারও নিভে যাবে
ভোরের সূর্যের কিরণও তখন উকি দিচ্ছে
ঘুম ঘিরে আসছে আমাদের চোখে ……