কতদিন আলোয় ফেরা হয়নি
কতদিন ডাকিনি তোমায় ডাক নামে
ঘুমের গভীরে বয়ে চলা নির্জনতা আজ
দেখা হয়নি তোমার সাথে।
রং পেনসিল আর বৃষ্টির গুঁড়ো
আঁকেনি তোমার মুখ
কতদিন আলোয় ফেরা হয়নি।
দু’চোখ ভিজিয়ে আর জাগে নি শহর
ঘুমের কোণেতে মাথা রেখে
আলোর ছায়ারা মেঘ হয়ে জানালায়
ঘষা কাঁচে যায় জন্মের দাগ রেখে
কতদিন আলোয় ফেরা হয়নি।
বৃষ্টি তোমাকে দিলাম
ভুবন ডাঙার মেঘ ওড়ানো দুপুরগুলো
ওড়নার মতো জড়িয়ে থাকা,
তোমার স্মৃতি বিস্মৃতি বিদ্যুৎ শিহরণ।
বৃষ্টি তোমাকে দিলাম,
নিশ্চিন্দি পুরের সেই বালিকার,
স্বপ্ন ময় আর ধান খেত ছেলেবেলা।
বৃষ্টি তোমার জন্য,
তোমার জন্য রূপকথার মেঘমালা
আর না ফুরানো বাঁশির সুর
বৃষ্টি তোমাকে দিলাম ..
কতদিন স্বপ্নে ফেরা হয়নি
কতদিন চাঁদ ওঠেনি সিন্ধু পারে
স্মৃতির শহর নৌকো বেয়ে যায় ভেসে
দেখা হয়নি তোমার সাথে।
রং পেনসিল আর বৃষ্টির গুঁড়ো
আঁকেনি তোমার মুখ
কতদিন আলোয় ফেরা হয়নি।
অনেক চমৎকার লেখা একটি কবিতা। চালিয়ে যান। ভাল লিখেন।
ধন্যবাদ ভাইয়া বাট এইটা একটা গান। আমি জাস্ট লিরিক্স তা পোস্ট করেছি