একদা একদল বরযাত্রী রওনা করলো। হটাত করেই আকাশ কালো হতে শুরু করে। একটি প্রচণ্ড কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস। বরযাত্রীরা ছিল সংখ্যায় ২০০ জন। পথে তারা একটি লাউগাছ একটি লাউ ঝুলতে দেখলো। তখন বরযাত্রীরা বুদ্ধি করে সেই লাউ এর ভিতর আশ্রয় নিল। ঝড়ের বেগ বারতেই থাকলো। এক সময় প্রচণ্ড ঝড় সেই লাউটিকে উড়িয়ে এক পুকুরে ফেলে দিলো। তখন সেই লাউটিকে খেয়ে ফেলল এক বোয়াল মাছ। ঝড় থামার পর সকাল হোল। সেই পুকুর পাড়ে থাকতো এক মাছরাঙ্গা পাখি। পাখিটি সকাল বেলা বোয়াল মাছটিকে খেয়ে ফেললো। কিন্তু বোয়াল মাছটি ছিল বেশ বড়ো। তাই পাখিটি নড়তে পাড়ছিলো না। একজন গ্রাম্য গৃহবধূ তখন কাঙ্খে কলসি নিয়ে পুকুর পাড়ে যায় পানি আনতে। তার পর সেই মাছরাঙ্গা পাখি কে বসে থাকতে দেখে ধরে বাসায় নিয়ে এলো রান্না করে খাবে বলে । পাখিটির পেট কাটতেই বেরিয়ে পড়লো বিশাল এক বোয়াল মাছ। তখন গৃহবধূটির খুশি আর দেখে কে। মাছ আর মাংস দুটোই পাওয়া গেলো। তারপর বোয়াল মাছটিকে কাটার পর তার পেটে পেল লাউ। তখন গৃহবধূটির মন মে দুসরা লাড্ডু ফোটা টাইপ অবস্থা। তখন সে ঠিক করলো বোয়াল মাছের কাটা দিয়ে লাউ রান্না করবে বলে ঠিক করলো। কিন্তু এতো কিছু কে খাবে সেই চিন্তায় অস্থির। চিন্তা করতে করতে যেই সে লাউ কাটলো তখন ই ২০০ জন বরযাত্রী বেরিয়ে আসলো সেই লাউ থেকে। তার পর সেই গৃহবধূটি রান্না করে মাংস, লাউ আর বোয়াল মাছ রান্না করে খাওয়ালো। এক বারে systim হইয়া গেলো। (collected)
নটে গাছটি মুড়লো .. আমার কথাটি ফুরলো
Purai muri. Khati desi muri.
yep !!!
ekta lau er moddhe 200jon thaklo kibhabe?
seita apnar na janlew cholbe :3
Jamai bour r biye hoynai :3 ?
seita mul bishoy noy :3