unnamed

আত্মহত্যা – আমাদের করনীয়

Spread the love

আত্মহত্যা – আমাদের করনীয়

একটা পাব্লিক কখন আত্মহত্যা করতে চায়? যখন তার দেয়ালে পিঠ ঠেকে যায় নাকি যখন সে মনে করে তার জন্য আর কোন দরজা খোলা নেই। প্রেমে ছেঁকা খেয়ে আত্মহত্যা করা কততুকু যুক্তিসংগত? আসলে আমাদের প্রপারলি জাজ করা উচিত। যদি কারও জন্য আত্মহত্যাই একটা ভালো সমাধান হয়ে থাকে তাহলে তাকে ছেড়ে দেয়াই কি মংগল নয়? এটা হারাম। মানি। আরও হাজারটা হারাম কাজ মানুষ করতেছে। হারামের দোহাই দেয়ার আগে মনে রাইখেন সুদ ও হারাম। পৃথিবীর নেতা দের এটা মনে রাখা উচিত এটাও একটা বেসিক হুম্যান রাইট। একজন মানুষ যদি সত্যি নিজেকে মেরে ফেলতে চায় তাহলে আমাদের উচিত তাকে বুঝানো। যদি তাতে কাজ না হয় তাহলে তাকে চলে যেতে দেয়াই উত্তম। কত কষ্ট করে মানুষ নিজেকে হত্যা করে!! গলায় দড়ি দিয়ে ঝুলে পরে, বিষ খেয়ে কষ্ট পায়, ছাড থেকে লাফ দেয়… খুবই কষ্টদায়ক এবং বেদনার। অথচ আত্মহত্যাকে লিগালাইজ করা গেলে এই সুইসাইডাল মানুষ গুলাকে অনেক কম কষ্টে দুনিয়া থেকে বিদায় করে দেয়া যায়। সামান্য একটা ভালো ইঞ্জেকশন দিয়ে হাসপাতালের বেডেই কাজ সেরে দেয়া সম্ভভ। সারা জীবন পোড় খাওয়া এই মানুষ গুলা একটু ভালো ভাবে চলে যাওয়া কি ডিসারভ করেনা? সব সময় মুদ্রার একই পিঠ দেখা কি ঠিক? এখনি কি সময় আসেনি মানবাধিকার কর্মীদের এই বিষয়ে পদক্ষেপ নেয়ার? ভেবে দেখা উচিত। আত্মহত্যাকে লিগালাইজ করা এখন সময়ের দাবি। আমাকে পাগল মনে হতে পারে কিন্তু বছরখানেক আগের Hrittik Roshan এর গুজারিশ সিনেমা এই কন্সেপ্টে করা। পৃথিবিতে অনেক জায়গাতেই এখন এমন দাবি উঠেছে। ছাদ থেকে লাফ দিয়ে কিংবা গলায় দড়ি দিয়ে মৃত কারো লাশ দেখলে বুঝবেন যন্ত্রনাটা। অথচ তাদের ভালোভাবে বিদায় দেয়া যেত যদি আত্মহত্যা কে লিগালাইজ করা যেত!! আবেগ না দিয়ে র‍্যাশনালি আর লজিক্যালি চিন্তা করলে উত্তর পেয়ে যাবেন।

https://en.wikipedia.org/wiki/Right_to_die

https://en.wikipedia.org/wiki/Suicide_legislation


Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *