অপরাধী শব্দদল

Spread the love

আমাকে ছুড়ে ফেলা হয়েছিলো
কুষ্ঠ রোগীদের আস্তাকুঁড়ে
এতটাই অচ্ছুৎ ছিলাম কিনা
কয়েকশো বছর সেখানে থাকার পরও
কুষ্ঠ আমাকে স্পর্শ করেনি
কুষ্ঠেরও রুচি হয়নি আমাকে ছোয়ার
তারপর থেকে ঘুরছি নেড়ি কুকুরের মত
এখানে , সেখানে আর ওখানে

– কুষ্ঠ [ ইমরুল ১১/০১/২০২৪ ]

আমার টোকাইতে ভালো লাগে
ফেলে দেয়া বিবর্ণ স্বপ্ন টোকাই
মরিচা পরা সুখের প্রলেপ দেয়া দুঃখ টোকাই
আরো টোকাই রাজপথে পুলিশের গুলিতে মারা যাওয়া
রাজনৈতিক কর্মীর রক্তে ভেজা নুড়ি পাথর
তারপর রাত পোহানোর আগেই
ফিরে আসি আমার ছোট্ট ঘরটায়
যে ঘরে সুখের প্রবেশ নিষিদ্ধ

– টোকাই [ ইমরুল ১৪/০১/২০২৪ ]

প্যারিসের মত আমিও প্রেমে পরেছিলাম হেলেনের
এক নিতান্ত সাধারণ সৈনিক ছিলাম কিনা
তাই ইলিয়াডে খুঁজলে আমার নাম পাওয়া যাবেনা
নেফারতিতির প্রেমেও পরেছিলাম কোন এক সময়
নীলনদে সেবার খুব বান এলো
আমি আর আমার ভালোবাসা একসাথে ভেসে গেলাম
সত্যি বলছি সাক্ষী ছিলো শুধু ভোরের তারা !
– মর্নিং স্টার [ ইমরুল – ১৫/১/২০২৪ ]

একদিন তুমি কাঁদবে কিন্তু কেউ বুঝবেনা
তোমার চোখের তারা চকচক করে উঠলেও
মুখের স্মিত ম্লান হাসিতে ধোঁকা খাবে ওরা
আরেকদিন তুমি সুখের জোয়ারে ভাসবে
কিন্তু পাশে কাউকেই পাবেনা
সুখের সাগরে একাকীত্বের নৌকায় তোমার যাত্রা
শুভ হোক।
– শুভ হোক [ ইমরুল – ৩১/১/২০২৪ ]

আমার ভিতরে স্ট্যালিন, হিটলার, মীর জাফর, চেংগিস খান
কিংবা জ্যাক দ্য রিপারের সত্ত্বা গুলো
অল্টার ইগো হিসাবে জমা আছে
জমা আছে অসংখ্য পাপ করবার তীব্র ইচ্ছা
আমার ইচ্ছে প্রতিটা চাকুরীজীবি মধ্যবিত্তের
রাতের ঘুম কেড়ে নেবো
ছিনতাই করবো ক্যান্সার আক্রান্ত কৃষকের
চিকিৎসার জন্য রাখা জমি বিক্রির টাকা
পা ভেংগে দেবো শ’খানেক পরিবারের
একমাত্র উপার্জনক্ষম রিকশাওয়ালার
তারপর আমাকে পাবে একটা স্টার লাইট সিগারেট হাতে
আজিমপুর গোরস্থানের ঠিক বাইরের বেঞ্চিতে
– অল্টার ইগো [  ইমরুল – ২৭/০৬/২০২৪ ]
 
 
 

প্রেমিকার বুকে ভালোবাসা জমালে নাকি
চক্রবৃদ্ধি হারে সুদ পাওয়া যায়
তাই জমাচ্ছিলাম ভালোবাসা
কিন্তু কেন্দ্রীয় ব্যাংকের অডিটে ভীষণ গড়মিল ধরে পরলো
তারপর আমার তিল তিল করে জমানো
ভালোবাসা টুকু নিয়ে প্রেমিকা পালিয়ে গেলো
– অডিট [ ইমরুল – ১৩/০৪/২০২৪ ]


Spread the love